সুনামগঞ্জের শিমুল বাগান, সেজেছে মনোরম সাজে।
সে এক রূপকথারই দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ’—এই গানের কলি যেন জীবন্ত হয়ে উঠেছে সেই শিমুলবনে। সেখানে গেলে লিখতে হবে নতুন গান—এ এক ফাগুনেরই বন, শিমুল যেথা রাঙায় সবার মন। সুনামগঞ্জের তাহিরপুরের শিমুলবাগানে এখন এভাবেই প্রকৃতি যেন গাইছে ফাগুনের গান।
ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিপ্রেমীদের চোখের তৃষ্ণা মেটাতে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান সেজেছে মনোরম সাজে
। ফুলের মৌসুমে বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটকরা। পাহাড়-নদী বিধৌত প্রকৃতিসুন্দর এমন একটি স্থানে সারি সারি শিমুল গাছ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সারি সারি গোলাকার গাছ, চিকন ডাল, ন্যাড়া মাথায় ঝুলে থাকা ফুলগুলো এক অন্যরকম আবহ তৈরি করে রেখেছে। মন কেমন করা আবেশে মাতিয়ে রাখছে চারপাশ।
ফুলে ফুলে ছেয়ে আছে মেঘালয় রাজ্যের পাশে জাদুকাটা নদীর পারের মানিগাওয়ের শিমুল বাগান। মৌসুমের এই সময়ে অপরূপ সৌন্দর্যে ভরপুর থাকে বাগানটি। আর প্রকৃতির এমন রূপ দেখার জন্যে দলে দলে ছুটে আসছেন নানা বয়সী পর্যটকরা। কিছুটা কষ্ট করে শিমুল বাগানে এসেই মুগ্ধ হয়ে যান সকলে।
পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় এনে বাগান এলাকায় অবকাঠামো উন্নয়নে হাত দিয়েছেন বাগানের মালিক। পুরো ফাগুন মাস জুড়ে বাগান এলাকা ফুলে ফুলে ভরে থাকে।
শিমুল বাগানের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্যে সিলেট থেকে ১শ’ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তারপরেই দেখা যাবে শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য। সুত্রঃ সুরমা নিউজ ২৪
No comments